নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর পূর্তি স্মরণে উৎসব

নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর পূর্তি স্মরণে উৎসব

কূটনৈতিক প্রতিবেদক: মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশে দাড়াতে ১৯৭১ সালের পহেলা আগস্ট নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। সেই কনসার্টের ৫০ বছর পূর্তিতে এই অয়োজন করছে ‘ফ্রন্ডস অব ফ্রিডম’ নামে একটি সংগঠন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক শামীম আল আমিন বলেছেন, জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের স্মরণে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ উদ্যোগ।

উৎসবে দেশের গান, প্রিমিয়ার শো, প্রামাণ্য চিত্র ও ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন থাকছে। সে সময় যারা সরাসরি কনসার্টটি দেখেছেন তাদের সাক্ষাতকারও থাকছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। মুক্তিযুদ্ধের বন্ধু, ‘মুক্তির গান’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক ও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এস/এ