রাহুল রাজের কথায় মুজাহিদের কন্ঠে মুক্তি পেল ‘খেলব গল্ফ’

রাহুল রাজের কথায় মুজাহিদের কন্ঠে মুক্তি পেল ‘খেলব গল্ফ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গল্ফ খেলাকে আরো জনপ্রিয় করতে প্রথমবারের মত গল্ফ নিয়ে মুক্তি পেয়েছে অন্য রকম একটি গান ‘খেলব গল্ফ’।

রাহুল রাজের কথায়, শান্তু শানের সুরে কন্ঠ দিয়েছেন মোজাহিদ। অতিতে ক্রিকেট, ফুটবল বা কোন অনেক খেলার থিম সং বা সূচনা সংগীত থাকলেও গল্ফ নিয়ে বাংলাদেশে কোন গান ছিল না। শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বে গল্ফ নিয়ে এটাই প্রথম পুর্নাঙ্গ গান।

শিল্পী মোজাহিদ জানান, গল্ফ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে কোন গান না থাকায় বাংলাদেশ প্রফেশনাল গল্ফ এসোসিয়েশনের জন্য একটি গান গাইবার ইচ্ছা ছিল।

অবশেষে সবার প্রচেষ্ঠায় গানটি তৈরি হয়েছে। ‘খেলব গল্ফ দেখবে বিশ্ব, লাল সবুজের দেশ’ শিরোনামের গানটি আশারাখি গল্ফ প্রেমিদের মনকে নাড়া দেবে।

ইতোমধ্যে কাব্য বিলাস ইউটিউব চ্যানেলে খেলব গল্ফ ব্যানারে গানটি মুক্তি পেয়েছে।

এস/এ