পুরান ঢাকার বানরদের জন্য খাদ্য নিয়ে এগিয়ে এলো সম্মিলিত সাংস্কৃতিক জোট
মিজানুর রহমান: মানুষ মানুষের জন্য এই কথা শুনে আমরা অভ্যস্থ। মানুষ সৃষ্টির সেরা জীব এটাও চরম সত্য। আবার পৃথিবীর জীব বৈচিত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও বুদ্ধিমান মানুষের উপর বর্তায়। সে কারনেই পৃথিবীর সকল জীববৈচিত্র ও প্রাকৃতিক সম্পদ সৌন্দর্য বৃক্ষ রাজি পাহাড় পর্বত নদনদী জলাশয়কে বাঁচিয়ে রাখতে মানুষকে যথার্থ ভূমিকা রাখতে হয়।
বিশ্বব্যাপী অতি মারী করোনার ছোবলে যে নতুন পরিস্থিতি তৈরি হয় তাকে মোকাবেলা করতে গিয়ে সারা পৃথিবীই এখন সঙ্গনিরোধ পালনে উৎসাহিত করছে। এই সংকটে মানুষের প্রাত্যহিক জীবনাচারে ব্যাপক পরিবর্তন এসেছে। বেশির ভাগ মানুষেরই আয় রোজগারে অবর্ননীয় নজীর বিহীন পতন হয়েছে।
এই ঢেউয়ে আছড়ে পড়েছে আমাদের প্রিয় ঢাকাশহর। ঢাকার বাসিন্দাদের বড় একটি অংশ আজ দিকবিদিক হীন অনিশ্চয়তায় টালমাটাল অবস্থায় হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সামর্থ্য অনুযায়ী সংস্কৃতিকর্মীদের পাশে দাড়াতে যেয়ে এক নতুন বাস্তবতার সম্মুখীন হয়।
ঢাকা শহরের চারশত বছরের ইতিহাসে আদিবাসি প্রানী বানর এখনও পুরনো ঢাকার বাসিন্দা। একসময় বানর গুলো গাছ থেকে নানাজাতের ফল খেয়ে জীবন যাপন করতো। ক্রমেই ঢাকার নগরায়নে প্রাকৃতিক উৎস থেকে খাদ্যের যুগান কমে গেলে মানুষই তাদের পাশে দাড়িয়ে খাবার দিয়ে বাচিয়ে রাখে।
বর্তমানে পুরনো ঢাকার বিভিন্ন স্হানে কয়েক হাজার বানর খাদ্য সংকটে পড়লে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টিকে গুরুত্বসহ দেখে অন্যান্যদের সাথে কথা বলে আগামী সাতদিন বানরদের খাবার দেয়ার ব্যবস্থা করেন।
বুধবার (১৯ মে) পুরনো ঢাকার গেন্ডারিয়া এলাকায় তিনশত বানরের মাঝে কলা পাউরুটি বিস্কুট বিতরণ করে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন। আশা করা হয় এ উদ্যোগ অন্যান্যদেরকে উৎসাহিত করবে। মানুষ সামর্থ্য অনুযায়ী প্রানী কুলকে বাঁচাতে এগিয়ে আসবে। মানুষই পারবে জীববৈচিত্রকে বাঁচিয়ে রাখতে।
-মিজানুর রহমান, সভাপতি বাংলাদেশ পথ নাটক পরিষদ
স/ এষ্