ঈশ্বরগঞ্জে করোনাকালীন সহয়তা ভিজিএফ কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে করোনাকালীন সহয়তা ভিজিএফ কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিজিএফ ও করোনাকালীন সহায়তার টাকা বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ঈশ্বরগঞ্জ পৌরসভা ও রাজিবপুর ইউপিতে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভা কার্যালয়ে ৪হাজার ৬২৫জনকে ১০কেজি হারে ভিজিএফ চাল বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ট্যাগ অফিসার প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম, পৌর সচিব কামরুল হক, কাউন্সিলর সাইফুর রহমান ভূঞা রাসেল।

অপরদিকে রাজিবপুর ইউনিয়নের করোনাকালীন সময়ে কর্মহীন ৭৫০ জনকে সহায়তার বাবদ নগদ ৫শ টাকা হারে ৩লাখ ৭৫হাজার টাকা বিতরণ কাজের উদ্বোধন করেন নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান একেএম মোদাব্বিরুল ইসলাম প্রমুখ।
এস/এ