তাসখন্দ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী

তাসখন্দ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: উজবেকিস্তান ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে বুধবার ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির প্রেসিডেন্ট, চীন-রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোমেন।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পরিস্থিতিসহ সম-সাময়িক বার্নিং ইস্যু নিয়ে আলোচনা করবেন মোমেন। বিশেষ করে মহামারির এই সময়ে ভ্যাকসিন প্রাপ্তিতে বৈশি^ক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন তিনি।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের তাসখন্দে থাকা বাংলাদেশ মিশন ওই দেশের সঙ্গে যোগাযোগসহ সার্বিক বিষয়াদি দেখভাল করে।

তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের সেনাপ্রধান কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলেন। আমিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে চাই।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের জন্য আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া তথা সার্কের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তানে বরাবরই শান্তি দেখতে চায় বাংলাদেশ। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও অবনতির আশঙ্কায় তাসখন্দ দূতাবাসকে দেশটির ওপর তীক্ষè নজর রাখতে নির্দেশনা দিয়েছে ঢাকা।

আফগানিস্তানের অস্থিরতার কারণে এখানে কেউ যাতে ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি।

এস/এ