সরকারি বিধিনিষেধ থাকছে, আদেশ জারি হতে পারে মঙ্গলবার
বিশেষ প্রতিবেদক: রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৪ জুলাইয়ের পরেও সরকারি বিধিনিষেধ থাকছে। তবে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, করোনার যে সংক্রমণ পরিস্থিতি, সেটি আমরা পর্যবেক্ষণ করছি। বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। ১৪ জুলাইয়ের পরের সময়ও খুবই গুরুত্বপূর্ণ। যদি এ সংক্রমণ কমাতে চাই, তাহলে এই প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে অব্যাহত রাখতে হবে।
ফরহাদ হোসেন বলেন, যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে, এ দুটিকে কীভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারব, সেটিই সরকারের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, হাটগুলো যাতে নিরাপদ ও খোলা জায়গায় হয়, যেখানে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন। আরেকটি দিয়ে হাটে পশু ঢোকানো হবে। হাটে যাতে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা ঢোকে এবং তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে।
তিনি আরও বলেন, অতিরিক্ত মানুষ যাতে না ঢোকে সেটি নিয়ন্ত্রণ করা এবং দ্রুত যাতে বেরিয়ে যেতে পারে, সে ব্যবস্থা রাখা। তবে গতবার যেহেতু ডিজিটাল হাট ব্যবস্থাপনায় ২৫ শতাংশ সফল হয়েছে। তাই অনলাইনের হাটগুলো যাতে আরও জনপ্রিয় করা যায়, সেটিতে জোর দিচ্ছি।
এস/এ