রূপগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রকাশ করতে হবে

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রকাশ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সময়মত প্রকাশ করতে হবে।

তিনি বলেন, প্রত্যেকবার তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। কখনো সেই প্রতিবেদনই প্রকাশ পায়নি। কখনো প্রকাশিত হলেও সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেজান জুস কারখানার ঘটনার পরও তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই তদন্ত প্রতিবেদন যেন সঠিকভাবে প্রকাশিত হয় এবং যথাযথভাবে তা পালন করা হয়, সেই দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এরকম নৃশংস ঘটনা কোনোভাবেই কাম্য নয়। স্বাধীনতার ৫০ বছরেও আমরা দেশের মেহনতি মানুষের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে পারিনি। এই সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কেউই এই দায় এড়াতে পারেন না।

এস/এ