কোটালীপাড়ায় লকডাউন উপেক্ষা করে বসছে হাট

কোটালীপাড়ায় লকডাউন উপেক্ষা করে বসছে হাট

গোপালগঞ্জ, কোটালীপাড়া, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়ায় রামশীল ত্রিমূখী বাজারে লকডাউন উপেক্ষা করে বসছে হাট

শনিবার সকালে বাজার ঘুরে দেখা যায় ব্যপক লোকজনের সমাগাম । উপেক্ষিত সাস্থ্য বিধি। অনেকের মুখে নেই মাস্ক। কেউ মানছেন না সামাজিক দুরুত্বসহ সরকারি বিধি নিষেধ।

রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র বালা অভিযোগ করে বলেন, বার বার বলা সত্বেও বাজার কমিটি গায়ের জোরে বাজার বসিয়েছে।

ওই বাজার পরিচালনাকারী সভাপতি পরমেশ্বর তালুকদার ও সাধারন সম্পাদক প্রেমানন্দ বৈদ্য জানান,আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি। চেয়ারম্যান একদিন মাইকিং করেছেন, শুনেছি। পাশের উপজেলা থেকেও লোকজন বাজার করতে আসেন এখানে। এখানে প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বাজার চলে চলে।

তবে এলাকার সচেতন মহল দাবী করেন, চলমান লকডাউনে বাজার বসিয়ে জনসাধারনকে সাস্থ্য ঝুকিতে ফেলে দিচ্ছে বাজার কৃর্তপক্ষ। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হলে সামনের দিনগুলি হয়তো আরো ভয়াবহ হবে ।

এস/এ