সোমবার থেকে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি: আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গত বৃহস্পতিবার সকাল ৬টা-শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ় মাসে এত কম বৃষ্টি আর হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বৃষ্টি একটু কম থাকবে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেট ও রাঙ্গামাটিতে বৃষ্টি একটু বেশি থাকবে। অন্যান্য অঞ্চলে এই দু’দিন বৃষ্টিপাত কম থাকবে। ১২ জুলাই থেকে বৃষ্টি একটু বাড়তে পারে। কারণ তখন মৌসুমি বায়ুটা সক্রিয় হবে।
তখন দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে অতি ভারি বৃষ্টি হতে পারে। রোববারের দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বাংলাদেশে হালকা প্রভাব পড়তে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।