শনিবার থেকে মশক নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান
নিজস্ব প্রতিবেদক: চলমান বর্ষা মৌসুমে রাজধানী জুড়ে মশার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শনিবার থেকে চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে প্রায় আড়াই হাজার কর্মী ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযানে অংশ নেবেন।
শুক্রবার ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, মশক পরিস্থিত নিয়ন্ত্রণে সবসময়ই আমরা সচেষ্ট আছি। তারপরেও বিষয়টিকে আরও গুরুত্ব দিতে শনিবার থেকে শুক্রবার বাদে ১৯ জুলাই পর্যন্ত আবারও চিরুনি অভিযানে যাচ্ছে ডিএনসিসি।
তিনি বলেন, এ অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের সবগুলোতে বিভিন্ন বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনায় অভিযান পরিচালনা করা হবে। অভিযানের প্রথম দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ডিএনসিসির মেয়র উপস্থিত থাকবেন।
জোবায়দুর রহমান বলেন, আপনারা জানেন কিউলেক্স মশা মূলত নোংরা পানিতে হয়। এক্ষেত্রে সিটি করপোরেশনের অনেক দায়বদ্ধতা ও দায়িত্ব রয়েছে। কিন্তু ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বাহক যে এডিস মশা সেটি হয় পরিষ্কার পানিতে যা মানুষের বাসাবাড়িতে জমা পানিতে দেখা যায়। এজন্য নগরবাসীর দায়িত্ব অনেক। এজন্য তাদের সচেতন হতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি সবসময়ই বলি যে, এটা অভিজাত এলাকার মশা। তাই সবাইকে সবার আগে সচেতন হতে হবে। আমরা সবাই মিলে পরিস্থিতি মোকাবেলা করবো।