করোনারকালীন সংকটে জনগণের পাশে না থেকে অধিকাংশ এমপিরাই ঢাকায়
বিশেষ প্রতিনিধি: করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলমান। ইতোমধ্যে মৃত্যু সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। প্রতিদিন শনাক্তের সংখ্যাও ১১ হাজারের বেশি। এরমধ্যে দেশের ১৩ জেলায় করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি।
সংঙ্গত কারণে সারাদেশে সরকারি কঠোর বিধিনিষেধ চলছে। এতে সাধারণ মানুষ ঘরের বাইরে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে ১৩ জেলার স্থানীয় এমপিদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছেন।
স্থানীয় প্রতিনিধিরা জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরেও এমপিরা এলাকায় আসেননি। তারা ঢাকায় অবস্থান করছেন। এমনকি স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের তেমন কোনো খোজ খবরও রাখছেন না এমপিরা।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী ১-আসনের ফারুক চৌধুরী, ৩ আসনের আইনউদ্দিন ও ৪-আসনের ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় রয়েছেন। রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, ৫-আসনের ডা. মনসুর রহমান ও ৬ আসনের শাহরিয়ার আলম ঢাকায় অবস্থান করছেন।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আব্দুল্লাহ তিনি অসুস্থ। বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম এলাকায় অবস্থান করছেন। তবে বরিশাল-৩ গোলম কিবরিয়া টিপু, ৪-আসনের পঙ্কজ দেবনাথ, ৫-আসনের জাহিদ ফারুক ও ৬-আসনের নাসরিন জাহান রত্না ঢাকায় অবস্থান করছেন।
খুলনা প্রতিনিধি জানান, মো. সালাম মোরশেদি, আক্তারুজ্জামান বাবু, মন্নুজান সুফিয়ান, সালাউদ্দিন জুয়েল, নারায়ন চন্দ্র চন্দ, পঞ্চানন বিশ্বাসসহ সবাই ঢাকায় অবস্থান করছেন।
যশোর প্রতিনিধি জানান, যশোরের এমপি কাজী নাবিল আহমেদ, স্বপন ভাট্টাচার্য ও আফিল উদ্দিন, রনজিত কুমার রায়সহ সবাই ঢাকায় অবস্থান করছেন।
যশোর ৪-আসনের এমপি রনজিত কুমার রায় বলেন, সংসদ অধিবেশন চলার কারণে আর এলাকায় যেতে পারিনি। এরই মধ্যে করোনা সরকারি কঠোর বিধিনিষেধ চলছে। তবে দুই একদিনের মধ্যে এলাকায় যাবো। এস/এ