বিবর্ন আঘাত

শিখা রানী বিশ্বাস

—————–বিবর্ন আঘাত

—————–শিখা রানী বিশ্বাস

যত পারো আঘাত করো
আঘাতে আঘাতে বিবর্ন করো
তোমার আঘাত দিয়েই আবার
নতুন কিছু সৃষ্টি করো।
বুকের পাটা শক্ত করো
পাজর ভেঙে হাতে ধরো
যদি পারো বুটের আঘাতে
মারো আরো জোরে মারো।
হাত ভাঙ্গো পা ভাঙ্গো
ঘাড় ভেঙ্গে হাতে দিও
বুকের উপর স্টিম রোলার
সাহস থাকলে চালিয়ে নিও।
যদি পারো সাহস নিয়ে
ইটের খোয়ায় পা পিশিয়ে
গাড়ির নিচে ফেলতে চাইলে
ফেলে দিও গা ঘেশিয়ে।
বুক ভাঙ্গিও আঘাত দিয়ে
কথায় কথায় খোটা দিয়ে
তবু ভালোবাসায় ঘৃনাতো নয়
রেখ খোরাক না খাইয়ে।
মোবাইল সংযোগ ছিন্ন করো
ম্যাসেঞ্জারে ব্লক মারো
প্রয়োজনে মোবাইলটাকে
আছাড়ে ফেলে ভেঙে দিও।
মারো আরো জোরে মারো
যদি দূর্বল হয়ে পড়ো
সাহস রেখে তবুও বলো
একবার আমায় ভালোবাসো।
ভালোবাসার জন্য মরি
সকল আঘাত সহ্য করি
কখনো যদি মনে করো
আবার আমায় আপন করো।