লকডাউনের মধ্যেও থেমে নেই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড: পানি সম্পদ উপমন্ত্রী

এনামুল হক শামীম

লকডাউনের মধ্যেও থেমে নেই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড: পানি সম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এনামুল হক শামীম আরও বলেন, নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট্র কর্মকর্তা-কর্মচারিরা ঝূঁকি নিয়ে সারাদেশে কাজ করে চলেছেন। বন্যার আগাম প্রস্ততি নেওয়া আছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা মাঠে রয়েছেন। করোনার মধ্যেও প্রকৌশলীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন জেলায় দিনরাত কাজ করছেন। কোথায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। যে যে এলাকায় বন্যার আশঙ্কা আছে সেখানকার প্রশাসনকে আগে ভাগেই সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবেন বলে নির্দেশনা দেওয়া আছে।

সোমবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে নদী ভাঙ্গন রোধে চলমান কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, করোনার মহামারী থেকে আমাদের যেমন রক্ষা করতে হবে। তেমনি নদী ভাঙ্গন থেকেও মানুষকে রক্ষা করতে হবে। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছি। গত বছর পানি সম্পদ মন্ত্রনালয়ের ৪০টি প্রকল্পের কাজ শেষের নির্ধারিত ছিলো। ৩৭টি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কাজের শেষের হার ৯২.৫ শতাংশ। পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদী ভাঙনের পরিমান সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর। আর নদী রক্ষাবেক্ষণের জন্য ড্রেজিং, নদীর পাড় উঁচুকরণ, প্রশস্তকরণ এবং নদীর পাড়ে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপমন্ত্রী বলেন, প্রাকৃতিক দূযোর্গের কারণে যেখানে ক্ষতি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে কাজ চলছে। দেশে নতুন নতুন মেগা প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টাপ্লান-২১০০ এর ৮০ ভাগ কাজই করবে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড। সর্বোপরি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের আর কোন নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়মিতই পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, আমি (উপমন্ত্রী) ও সচিব সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করছি, সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজের তদারকি করছি। প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, ‘দেশের জনগণ যে আশা, আকাঙ্খা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা কর্মীর মতো কাজ করে সেই আশা, আকাঙ্খা, বিশ্বাস ও স্বপ্নের বাস্তবায়ন করবো।” সর্বোপরি শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবেলায় যা যা করণীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে।