প্রার্থনা

—————-প্রার্থনা

—————আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আমি অধম, তুচ্ছাতি তুচ্ছ,
আমি অবুঝ, আমি লঘিষ্ঠ,
আমি অকৃতজ্ঞ, আমি স্বার্থপর।
তোমার অজস্র নেয়ামত ভোগ করেও
তোমার প্রতি নিয়মিত অবনত হই না,
তোমার সর্বশ্রেষ্ঠত্ব স্বীকার করি না প্রতিক্ষণ।
তুমি আমাকে
তোমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছ।
এই অসীম দান, এই মর্যাদা
বোঝার, ধারণ করার সক্ষমতা আমার নেই।
প্রায়শই আমি ভুলে যাই,
আমি আশরাফুল মখলুকাত।
কখোনো কখোনো আমি
পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে পড়ি।
কখোনো কখোনো আমি
চরম অহঙ্কারী হয়ে উঠি,
কখোনো কখোনো আমি
তোমার অস্তিত্ব, তোমার অসীমতা,
তোমার সর্বময়তা ভুলে যাই।
কখোনো কখোনো আমি
তোমার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করি,
কখোনো কখোনো আমি
তোমার নাম ভাঙ্গিয়ে ব্যবসা করি।
কখোনো কখোনো আমি
তোমার নাম ভাঙ্গিয়ে
মানবিকতার নামে অপবিত্রতা
সংঘটিত করে পৈশাচিক সুখ পাই।
হে দয়াময়, দয়ার সীমাহীন অধিশ্রয়
আমি অবুঝ, স্বার্থপর, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র,
তুচ্ছ বিন্দুকণা তুল্য।
আমার সমস্ত অপরাধ
তুমি ক্ষমা কর রাহমানুর রহীম।
আমি ক্ষুদ্র, আমি জ্ঞানহীন,
আমি ভুল করেছি। তুমি আমার সৃষ্টিকর্তা,
তুমি আমার রক্ষক। তুমি আমার প্রতিপালক।
তোমার অসীম সৃষ্টিজগতে
মাত্র একভাগ ভালবাসা সবার মাঝে
ছড়িয়ে দিয়েছ। বাঁকী নিরানব্বই ভাগ
এখোনো তোমার নিকট সঞ্চিত।
তুমি যতটা দরদ দিয়ে তোমার
আশরাফুল মখলুকাতকে ভালবাস,
সেই দরদের ধূলিকণা সম ভালবাসাও
পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসায় নেই।
হে পরম করুনাময় ইয়া গাফফারু,
ইয়া তাওয়াবু, তুমি আমার তওবা কবুল কর।
আমাকে ক্ষমা কর, আমাদের ক্ষমা কর,
আমাদের দেশ-পৃথিবীকে ক্ষমা কর।
ইয়া মানিউ, তুমি
অনাগত ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা কর।
ইয়া মুমিনু, তুমি
আমাদের জীবনের নিরাপত্তা দাও।
ইয়া মুহাইমিনু, তুমি
তুমি মানব জাতিকে রক্ষা কর।
ইয়া সালামু, তোমার অপার মহিমায়
নিরাপদ ও শান্তিময় করে দাও
তোমার অপরূপ সৃষ্টি এই মহাজগৎ।
——–ফেসবুক থেকে নেওয়া