টিসিবির পণ্য কিনতে মানুষের লম্বা লাইন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক: গত সোমবার থেকে সারাদেশে ট্রাকে করে স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকালেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য কিনতে মানুষ লাইনে দাড়িয়ে রয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা গিয়ে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে টিসিবির পণ্যবাহী ট্রাকের অপেক্ষায়। কারও মুখে মাস্ক আছে, আবার নেই। এর মধ্যে অধিকাংশ নারীদের মুখেই মাস্ক দেখা যায়নি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি। ছুটির দিন ছাড়া আগামী ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে।
পণ্য কিনতে আসা সামছুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে দাঁড়ালে রেলগেট থেকে রাজারবাগ পার হয়ে লাইন ফকিরাপুল পর্যন্ত চলে যাবে। এতে দূরে গিয়ে সিরিয়াল ধরে কে পণ্য কিনবে। এস/এ