এশিয়ার মধ্যে সর্বোচ্চ মুনাফা বাংলাদেশের শেয়ারবাজারে

এশিয়ার মধ্যে সর্বোচ্চ মুনাফা বাংলাদেশের শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে বৈশ্বিক বিনিয়োগের বাস্তবতা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। এইচএসবিসি ব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই সমস্যার সমাধানে নিয়ে এসেছে লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ডন গ্লোবাল। গত মাসে তারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম প্রভৃতি উদীয়মান দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ করে দেবে, যদিও ঐতিহাসিকভাবে এই বাজারে বিনিয়োগ করা কঠিন।

ডন গ্লোবালের এই বিনিয়োগ উইন্ডোর নাম এশিয়ান গ্রোথ কাবস ইটিএফ। এর মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীরা এই প্রথম বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

বাংলাদেশ নিয়ে এই আগ্রহের কারণ হলো, ২০২০ সালে বাংলাদেশের শেয়ারবাজার এশিয়ার সমপর্যায়ের বাজারগুলোর মধ্যে সর্বাধিক মুনাফা দিয়েছে ২১ দশমিক ৩ শতাংশ। এস/এ