মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে বাংলাদেশ বিশ্বে সবচেয়ে এগিয়ে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে বাংলাদেশ বিশ্বে সবচেয়ে এগিয়ে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মোস্তাফা জব্বার আরও বলেন, দেশে যে সংখ্যক মোবাইল ফোনের চাহিদা তার ৭০ শতাংশ দেশে তৈরি হচ্ছে। দেশে তৈরি মোবাইলফোন বিদেশে রফতানিও হচ্ছে।

শনিবার টেলিটকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) নিয়ে ডাকমন্ত্রী বলেন, উপবৃত্তি ও বিভিন্ন ভাতার টাকা যাদের কাছে যাচ্ছে তাদের বেশিরভাগের হয় মোবাইল নেই, নয়তো তারা তা ব্যবহার করতে জানেন না। এটা বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) ইন্টার অপারেবিলিটি পদ্ধতি (এক এমএফএস থেকে অন্যটিতে টাকা আনা-প্রদান) চালু করবে। এটা হলে মানুষের জীবন আরও বেশি সহজ হবে। এমএফএস সেবা মানুষের আরও কাছে যেতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছেন। মহামারিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি ভাতাভোগীকে ভাতা দিতে সক্ষম হয়েছি।

নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, গত এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সরকারের হয়ে আড়াই কোটিরও বেশি মানুষকে সাত কোটিবার বিভিন্ন ভাতা ও সহায়তা পৌঁছে দিয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, অ্যামটবের সাবেক মহাসচিব টিআইএম নূরুল কবির, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ।

ওয়েবিনারের বিষয় ছিল ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি: স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন টিআরএনবি’র সাধারণ সম্পাদক সমীর কুমার দে। সঞ্চালনা করেন টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী। এস/এ