সাংবাদিক হাওলাদার বেলালের কবিতার বই ‘অন্তর জমি’ পাওয়া যাচ্ছে রকমারি ডটকম ও sbbajar.com
নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব আর জীবনের পরতে পরতে অর্জিত অভিজ্ঞতাকে তুলে আনা হয়েছে কাগজের পাতায়। ছোটবেলা থেকেই তিনি গল্প, কবিতা, কবিতা আবৃত্তি ও অভিনয়ে পটু ছিলেন। এছাড়া স্কুল জীবন থেকেই নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সাংবাদিক হাওলাদার বেলাল। তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় নাম ‘অন্তর জমি’র লেখক হাওলাদার বেলাল।
লেখক বলেন, ‘অন্তর জমি’ বইটি সমাজ জীবনের নানা বাস্তবতার আলোকে লেখা। খুব সহজ-সরল ভাষায় লেখা বইটি। সব ধরণের পাঠকের জন্য আমার কবিতার বইটি। এক কথায় সবাই পড়তে পারবেন। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রয়েছে বইটিতে। আশা করি বইটি পড়লে পাঠক আশাহত হবেন না।
হাওলাদার বেলাল বলেন, মানুষের প্রথম সন্তানের প্রতি যেমন মায়া থাকে এই বইটি আমার কাছে তেমন হয়ে থাকবে। যদি বইটি পড়ে কোনো পাঠকের মনে একটু হলেও নাড়া দেয়, সেটাই হবে স্বার্থকতা।
কবি ও সাংবাদিক হাওলাদার বেলাল ঝালকাঠি জেলায় ১৯৮৭ সালের ২০ আক্টোবর এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার ডাক নাম বাচ্চু। বাবার নাম মো- আশ্রাব আলী হাওলাদার, মায়ের নাম-মোসা. গোলেনুর আশ্রাব। তিনি তার বাবার একমাত্র সন্তান। বিএম কলেজ থেকে ২০০৮ সালে, বিএসএস (সন্মান) অনার্স এবং ২০০৯ সালে, এমএসএস (সমাজকল্যাণ) বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মহানগর ল’ কলেজ ঢাকায়, এল এল বিতে অধ্যায়নরত। লেখক, নাঈমুল ইসলাম খান সম্পাদিত আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, আমাদের সময় ডট কম, আবু জাফর সূর্য সম্পাদিত সংবাদ প্রতিদিন, নেজামুল হক সম্পাদিত আজকের প্রভাত ও সকলের সংবাদসহ বিভিন্ন পত্রিকায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ফারক খান সম্পাদিত দৈনিক বাংলাদেশ কন্ঠে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। বইটি ছেপেছে সাউন্ডবাংলা প্রকাশনী। এছাড়া অবশ্য পাঠকরা চাইলে অনলাইনে রকমারি ডটকম ও sbbajar.com থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন।