বিএনপি দেশের ব্র্যান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুন্ঠনকারী রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

বিএনপি দেশের ব্র্যান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুন্ঠনকারী রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি বর্তমানে হতাশাগ্রস্ত এবং তাদের ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। সংকটের অক্টোপাস বিএনপিকে জেকে ধরেছে। নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে। বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিষদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না। এটা তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানোর নিত্য দিনের রুটিন।

শনিবার তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেশে এখন চরম দুঃসময় চলছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে। বিএনপি নেতাকর্মীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। নেতিবাচক ও অপরাজনীতিও তাদের করে তুলছে জনবিচ্ছিন্ন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। মহামারির এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালন করতে হবে। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা জীবন থেকে ছিটকে দিতে পারে।