সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ অমানবিক: ন্যাপ

সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ অমানবিক: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক: বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধের ঘোষণা অমানবিক উল্লেখ করে এতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। সেই সঙ্গে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, ‘করোনার এই মহামারিকালে অনেক মানুষ আত্মকর্মসংস্থান করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছে। ঠিক সেই সময় তুঘলকি কায়দায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ করার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ৫০ লাখ পরিবারকে মানবেতর জীবনের দিকে ঠেলে দেবে। যা সমাজে চরম অস্থিরতা ও নৈরাজ্য তৈরি করবে।’