কে এই মিরাজ রিপন?

————কে এই মিরাজ রিপন?

————অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

 

কে এই মিরাজ রিপন? কারো ইন্টারভিউ নেওয়ার আগে যার ইন্টারভিউ নেওয়া হবে তার উচ্চতা মাপার মত যোগ্যতা আছে কিনা সেই হোমওয়ার্কটা আগে করতে হবে। নোয়াম চমস্কির উচ্চতা মাপার জন্য ইয়ার্ড-স্টিক আর “ক” “খ” “গ” কে মাপার জন্য একই ইয়ার্ড-স্টিক ব্যবহার করা মানে ইন্টার-এটমিক দূরত্ব মাপার ইয়ার্ড-স্টিক যেমন নেনোমিটার দিয়ে ইন্টার-গ্যালাক্টিক দূরত্ব মাপার মত অবস্থা।

বড় মানুষরা বিনয়ী হয়। সাক্ষাৎকার চাইলে ফিরিয়ে দেয় না। যে সাক্ষাৎকার চাইবে এইটা তার জানতে হবে চমস্কির সাক্ষাৎকার নেওয়ার যোগ্যতা তার আছে কিনা। লিংকটি কমেন্ট থ্রেডের প্রথম কমেন্টে দেওয়া হলো!

নোয়াম চমস্কি অনুষ্ঠানের শুরুতেই বলেছে যে হোস্ট ঠিক সময়ে উপস্থিত হতে পারেনি তাই তার হাতে আর সময় নেই। নতুন করে আবার সময় নির্ধারণ করে reschedule করা যেতে পারে। এই মিরাজরিপন চমস্কির এই সহজ ইংরেজিটা বুঝেছিল কিনা আমার সন্দেহ। হঠাৎ করে রিডিং পড়ে প্রশ্ন করা শুরু করেছে। উত্তর যে সে বোঝে নাই তও স্পষ্ট। কি আর বলব?

বাংলাদেশে এখন এটাই ঘটছে। দ্রুত নাম কামানোর ধান্দা। মহুয়া ফ্যাশান হাউসকে স্পনসর বানিয়ে এই বেটা এই ইন্টারভিউকে আবার পণ্য বানিয়ে বানিয়ে ফেলেছে। কোন মাত্রার ধান্দাবাজ। বাংলাদেশকে বিশ্বের বুকে হেয় করার জন্য এর বিচার হওয়া উচিত যাতে এইরকম কাজ আর কেউ করার সাহস না পায়। ফেসবুক থেকে নেওয়া।