আওয়ামী লীগ বজ্রপাত ঠেকাতে তালের চারা রোপণ করবে
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বজ্রপাতে আগে প্রাণহানি কম ছিল এখন বেশি। তাই বজ্রপাত রোধে বড় গাছ দরকার, এর মধ্যে একটি হলো তালগাছ। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন ও পরিবেশ উপ-কমিটির পক্ষ থেকে দেশের দু-তিনটি জেলা চিহ্নিত করেছি, যেখানে বজ্রপাত বেশি। সেই জেলাগুলোতে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে তালগাছ রোপণ করব।
তিনি বলেন, তালের চারা পাওয়াটা কঠিন। কোনো নার্সারি বা বন বিভাগে কেউই এই চারা করে না। আঁটি পাওয়া যায়। ইতোমধ্যে পাঁচ-সাত হাজার তালের চারা সংগ্রহ করেছি। মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ আপাতত এই তিন জেলা দিয়ে শুরু করছি। চারা পাওয়া সাপেক্ষে অন্য জেলাগুলোতেও রোপণ করব। অন্যদেরও বলবো সম্ভব হলে তাল আর না হলে অন্য যেকোনো বড় গাছ রোপণ করুন।
তিনি আরও বলেন, চারা রোপণের পর এগুলোর পরিচর্যার দায়িত্ব নেবেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দলের অনেক নেতাকর্মী রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করব।
দেলোয়ার হোসেন বলেন, দেশে সবুজায়ন বৃদ্ধি করতে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। মুজিববর্ষ উপলক্ষে গত বছর থেকে চলতি বছরে সারাদেশে ৩ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যে প্রায় ১ কোটি চারা রোপণ করা হয়েছে।