মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুমন
নিজস্ব প্রতিবেদক: সোমবার) ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তক আয়োজিত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হাজী আতিকুর রহমান সুমন বলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা সম্প্রতি রাজৈর উপজেলায় এক আলোচনা সভায় মরহুম আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করেন। শাহাবুদ্দিন মোল্লার কটুক্তির প্রতিবাদে মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধসহ সর্বস্তরের মানুষ কটুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিগত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতা থাকাকালীন সময়ে শাহাবুদ্দিন মোল্লা হাওয়া ভবনের কর্নধার তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাথে ঘনিষ্টতা করেন। আচমত আলী খান যখন রাজনীতি করেন তখন তো শাহাবুদ্দিন মোল্লার জন্মই হয়নি। তিনি কি ভাবে আসমত আলী খানকে নিয়ে কটুক্তি করেন। এসময় হাজী আতিকুর রহমান সুমন জেলা আওয়ামীলীগ থেকে শাহাবুদ্দিন মোল্লাকে বহিঃস্কারের দাবী জানান।
হাজী সুমন আরো বলেন, বিতর্কিত এক কমিটির মাধ্যমে শাহাবুদ্দিন মোল্লা সভাপতি হয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বহিষ্কারসহ বিভিন্ন ধরনের মনগড়া কর্মকান্ড করতে করতে তিনি উ-শৃঙ্খল হয়ে গেছেন। আমরা এর বিরুদ্ধে তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
উল্লেখ্যঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠসহচর, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠা সদস্য, মাদারীপুর মহকুমা ও জেলা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক ভূষিত (মরণোত্তর), বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এর পিতা মৌলভী আসমত আলী খান কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে সায়দাবাদ বাস টার্মিনাল ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাজী আতিকুর রহমান সুমন।