ভ্যাকসিন নিবন্ধনের বিষয়ে জানেন না বস্তি ও গ্রামের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ: গবেষণা
নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষকরা ‘কোভিড ১৯ ভ্যাক্সিনেশন : উইলিংনেস অ্যান্ড প্র্যাকটিস ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে এই ফলাফল প্রকাশ করে বলেছেন, ভ্যাকসিনের নিবন্ধন সম্পর্কে যারা জানেন, তারা অনেকেই বুঝতে পারেননি ভ্যাকসিন নেওয়ার জন্য তারা উপযুক্ত কি না। তাই তারা নিবন্ধন করেননি।
চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে যখন দেশব্যাপী ভ্যাকসিন কর্মসূচি চলছিল, তখন জনগণের টিকা গ্রহণের আগ্রহ বেশি ছিল। এ ক্ষেত্রে শহরের বস্তি এলাকা এবং গ্রামাঞ্চলের অংশগ্রহণকারীদের মাঝে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল।
জানুয়ারির শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে করা তিনটি জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়। জাতীয় পর্যায়, তরুণ জনগোষ্ঠী ও শহরে বস্তিবাসীদের মধ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কেমন সে বিষয়ে জানতে এই জরিপ পরিচালিত হয়।
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের গ্লোবাল আরবানিজমের প্রফেসর ড. ডায়ানা মিটলিন বলেন, যারা সমাজ কাঠামোর নিচের দিকে থাকেন তারা প্রায়ই অবহেলার সম্মুখীন হন। প্রয়োজনীয় সেবাটুকুও তারা পান না। স্বাস্থ্যসেবাকে ঘিরে বার্তা দেওয়া এবং উৎসাহ উদ্দীপনা তৈরির বেশ গুরুত্ব রয়েছে।
এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ড. শাকিলা সুলতানা বলেন, নিবন্ধন সংক্রান্ত যোগাযোগের গতি কমিয়ে আনাটা সরকারের তরফ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত, যেহেতু টিকা স্বল্পতা রয়েছে।