কোটালীপাড়ায় পুড়িয়ে ফেলা হলো লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল

কোটালীপাড়ায় পুড়িয়ে ফেলা হলো লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:  এসব জাল আসলে বিশেষ এক ধরনের ফাঁদ। ৫০ থেকে ৮০ ফুট লম্বা। এ জাল ছোট ছোট খোপের মতো। খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে থাকা ছোট-বড় সব ধরণের মাছ এ জালে আটকা পড়ে।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা মৎস্য অফিসের অভিযানে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা বিল থেকে সরকারিভাবে নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্দ করে।এ-সব জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রধান বলেন, প্রত্যেকটি বড় চায়না জাল বাজারে প্রায় আট হাজার এবং ছোট জাল সমূহ ৫শ টাকা করে বিক্রি হয়। সে হিসেবে উদ্ধারকৃত এসকল জালের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।