অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাচ্ছেন বিদেশগামী কর্মীরা

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাচ্ছেন বিদেশগামী কর্মীরা

 

নিজস্ব প্রদিবেদক: বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীর তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে চিঠি জারি করেছে।

চীন থেকে উপহার দেওয়া সিনোফার্মের টিকা ১৯ জুন থেকে বিদেশগামী কর্মীদের দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।

বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বিদেশগামী কর্মী, যাদের বিএমইটি কার্ড আছে কিংবা নিবন্ধন করা আছে, তাদেরকে টিকা দেওয়া হবে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেন।