কোনো প্রকৃত আলেম গ্রেপ্তার হয়নি সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

কোনো প্রকৃত আলেম গ্রেপ্তার হয়নি সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক: ফরিদুল হক খান বলেছেন, ফৌজদারী অপরাধে জড়িত আলেম নামধারী ক্ষমতালিপ্সু রাষ্ট্র ও সমাজবিরোধী, ষড়যন্ত্রমূলক কাজে যারা জড়িত, তাদেরই আইনের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বিরোধীদলীয় সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিলটি যাচাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম ওলামাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন। তাদের মুক্তির দাবিও করা হয় সংসদে।

জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে ইসলামের জন্য যা করেছেন, তা সবাই জানেন। কোনো পর্যায়ে কোনো বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেম গ্রেপ্তার বা মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতালিপ্সু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারী অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, তারাই আইনের আওতায় এসেছে।