মাদক মামলায় নাসির-অমি ৭ ও তিন নারী ৩ দিনের রিমান্ডে

মাদক মামলায় নাসির-অমি ৭ ও তিন নারী ৩ দিনের রিমান্ডে

 

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচ জনকে মঙ্গলবার বিমানবন্দর থানার মাদক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে সাতদিনের এবং লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ।

সোমবার গভীর রাতে ডিবির গুলশান জোনাল টিমের মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন। ওইদিন রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে নাসির উদ্দিনসহ ওই ৫ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, নাসির ও অমি ওই বাসায় ডিজে পার্টি ও মদের আসর বসাতো। ওই পার্টিতে অংশ নিতো বিভিন্ন পেশার ধনাঢ্যরা। ফুর্তির জন্য চুক্তিতে নারী সঙ্গী রাখতেন নাসির। তাদের মাসিক ৩০-৪০ হাজার টাকা দেওয়া হতো।