শ্রমিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

শ্রমিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক: বকেয়া পাওনার দাবিতে আন্দোলনরত লেনী ফ্যাশন কারখানার শ্রমিকদের উপর পুলিশি হামলা ও শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বান জানায়, গার্মেন্ট শ্রমকি ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

রোববার বিজ্ঞপ্তিতে সংঠগনটি জানায়, লেনী ফ্যাশন মাস্ট গ্রুপের একটি কারখানা, গত ২১ জানুয়ারি বেআইনিভাবে এবং শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা ইপিজেড এর লেনী ফ্যাশন কারখানার শ্রমিকরা বকেয়া পাওনা আনতে গেলে নিষ্ঠুর পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। গুলি, টিয়ারগ্যাস, জল কামান এসব ব্যবহার হয়েছে শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় পার্শ্ববর্তী গোল্ডম্যাক্স কারখানার শ্রমিক জেসমিন বেগম মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অনেক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এই শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় তদন্ত, বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনটি।