স্টাম্প ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা, মেনে নিয়েছেন সাকিব

স্টাম্প ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা, মেনে নিয়েছেন সাকিব

 

নিজস্ব প্রতিবেদক: আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে সিসিডিএম।

আচরণবিধির লেভেল-৩ ভঙ্গ করায় এমন শাস্তি দেয়া হয়েছে সাকিবকে। প্রথম অসদাচরণের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞা ও দু লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয় দফার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দেয়া শাস্তি মেনে নিয়েছেন সাকিব।

এমন কাণ্ডের পর ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শনিবার (১১ জুন) ক্ষমা চেয়েছিলেন সাকিব। যেখানে তিনি জানিয়েছিলেন, এমন ভুল আর ভবিষ্যতে হবে না। সেই সঙ্গে দল, ম্যানেজমেন্ট ও বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব নিজের ফেসবুখে লিখেন, প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।

তিনি আরও লিখেছেন, কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এরকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা।