এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম শুরু ১৪ জুন

এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম শুরু ১৪ জুন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, গ্রিড এবং সপ্তাহভিত্তিক নির্ধারিত কাজ শিগগিরই প্রকাশ করা হবে।

শনিবার অধিদপ্তর জানায়, করোনা মহামারির কারণে স্বশরীরে ক্লাস নিতে না পারায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্তকরণ, ধারাবাহিক মূল্যায়ন ও বিষয়ভিত্তিক মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মানার শর্ত জানিয়ে বলা হয়, লকডাউন এলাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কোনক্রমেই স্বাস্থ্যবিধির নির্দেশনা লঙ্ঘন করা যাবে না।