উত্তরায় চুরি হওয়া ২২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার গাছা থেকে উদ্বার, গৃহকর্মী গ্রেফতার

উত্তরায় চুরি হওয়া ২২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার গাছা থেকে উদ্বার, গৃহকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।। রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার সহ দুর্ষর্ধ চুরির ঘটনায় ওই বাসার কাজের মেয়ে (গৃহকর্মী) মণি’কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গৃহকর্মী মনিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

আজ বুধবার উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান এই প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২৯ জুলাই উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাসা থেকে গৃহকর্মী বেডরুমের আলমারির তিনটি তালা ভেঙ্গে নগদ টাকা, ডলার ‍ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সালমা খানম বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন।

পুলিশ বলছে, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল গাজীপুরের গাছা থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে গৃহকর্মী মনিকে গ্রেফতার করে।

ওসি জানান, আমি এই থানায় নতুন এসেছি। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত মনিকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

স/এষ্