লালমনিরহাটে পুড়ে যাওয়া ভবন থেকে ৬ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পুড়ে যাওয়া ভবন থেকে ৬ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোঃ লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাটে পুড়ে যাওয়া ভবন থেকে ৬ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশিকালে এসব মরদেহ দেখতে পায়।

শেখ হাসিনার পদত্যাগের পরেই লালমনিরহাট জেলাজুড়ে উল্লাসে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। বিকেলে জেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাসা ও প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের শহরের কালীবাড়ি বাজারস্থ ৫ তলা আলিশান বাসায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে রাত ৩ টার দিকে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িটি তল্লাশি চালিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীরা হলেনঃ- লালমনিরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত্যু জাহিদুল ইসলাম খোকন মিয়ার ছেলে তন্ময় মিয়া (২০), লালমনিরহাট শহরের নবীনগর এলাকার মৃত্যু সেকেন্দার আলীর ছেলে এইচএসসির শিক্ষার্থী জনি মিয়া (১৮), আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে শ্রাবন (১৮) পাশ্ববতী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ইপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এইচএসসির শিক্ষার্থী রাদিফ হোসেন রুস (১৭) একই জেলার রাজারহাট উপজেলার কুমারগ্রামের এইচএসসির শিক্ষার্থী রাজিবুল করিম (১৮)।

একজনের মরদেহ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। এরা বিজয় মিছিলের পর থেকে লালমনিরহাটে নিখোঁজ ছিল। তবে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধে অগ্নিদগ্ধ বাসায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানার পুলিশ ওই বাড়ি থেকে আগুনে পুড়ে যাওয়া ৬ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

যে সব স্হানে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। সেগুলো হলেনঃ-
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বাসা, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি বিলাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের খামার বাড়িতেও ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ।

এ ছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রংধনু সমবায় সমিতির কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার খবর পাওয়া গেছে। অপরদিকে জেলার বেশ কিছু আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ জেলার সব আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং জেলার আরও অনেক জায়গায় ভাঙচুর হয়েছে। এদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার সব সরকারী ভবন ও স্থাপনায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আগুনে পুড়ে যাওয়া ৬ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ ৬ শিক্ষার্থীর মরদেহ এগুলো। এমন ঘটনায় জেলা জুড়ে শোকের ছায়া নেমেছে।

স/এষ্