শেরপুরে ছুরিকাঘাতে আহত রিক্সাচালকের পরিবারকে নগদ অর্থ দিলেন ইউএনও

শেরপুরে ছুরিকাঘাতে আহত রিক্সাচালকের পরিবারকে নগদ অর্থ দিলেন ইউএনও

শেরপুর(বগুড়া)প্রতিনিধি ।। বগুড়ার শেরপুরে রেজিস্ট্রি অফিস বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুত আহত রিক্সা চালক আলাল শেখের পরিবারে হাতে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। ১৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে অত্র কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।

জানা যায়, শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজারে দুর্বৃত্তের ছুকিাঘাতে গুরুতর আহত হন উত্তর সাহাপাড়া এলাকার রিক্সা চালক আলাল শেখ। এতে কর্মক্ষম হয়ে পরে সে এবং তার পরিবার মানবেতর জীবন যাপন করেন।

তাদের এমন অবস্থা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আথিক সহায়তা চেয়ে একটি আবেদন করেন আব্দুল লতিফ নামের এক ব্যাক্তি।

তাদের এই আবেদনের প্রেক্ষিতে ১৫ জুলাই সোমবার বিকালে তার কার্যালয়ে ছুরিকাঘাতে আহত আলাল শেখের পিতা আফজাল শেখের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

স/এষ্