‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান ঢাবিতে
ঢাবি প্রতিনিধি: কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান চলছে।
রোববার (১৪ জুলাই) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীরা জড়ো হয়ে এসব স্লোগান দিতে থাকেন। এতে বিভিন্ন হলের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী মাঠে নেমে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, প্রধানমন্ত্রী আজকে বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধা বাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন যেটি শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী জানিয়েছেন, রাতে হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করবে বলেও জানা যায়। রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হতে পারে।
জানা যায়, মেয়েদের হলগুলোতেও নারী শিক্ষার্থীরাও ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান দিচ্ছেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গত ১লা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করছে।
এস/এ