মুন্সীগঞ্জে দীঘিরপাড় বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের
মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। মুন্সীগঞ্জে দীঘিরপাড় বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনুসন্ধানে সার্বিক চিত্রে দেখা যায় মো: আলি মাওলা দোকানের ভিতরে বেকারি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের তৈরি পণ্য।
শ্রমিকেরা খালি পায়ে, খালি গায়ে নোংরা পরিবেশে এসব পণ্যের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন। আটা ময়দা প্রক্রিয়াজাত করানো কড়াইগুলোও রয়েছে অপরিস্কার ও নোংরা ডালডা দিয়ে তৈরি করা ক্রিম রাখা পাত্রগুলোতে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করছে।
এবং কি ময়দা মাখানোর জন্য ইট দিয়ে বানানো চৌবাচ্চার মধ্যেই পরে মরে আছে মাছি ও তেলাপোকা বেকারি এই নোংড়া পরিবেশের বানানো হচ্ছে ক্রিমবিস্কুট, এসব বেকারির মালিকরা মোড়ক বিহীন ২ ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।
কারখানার ভেতরে যেখানে তৈরি খাবার রাখা আছে সেখানেই আটা, ময়দার পাশেই রয়েছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, কেমিকেল ও পোড়া পাম ওয়েলের ময়লাযুক্ত কড়াই ।
মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ মনিটরিং কার্যক্রম না থাকায় আইনের চোখ ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট মহল দ্রুত সচেতন ব্যবস্থা নেওয়ার দাবী।
স/এষ্