পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার প্রায় ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে কৃষি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বীজ ও সার বিতরণ করেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫টি করে মোট ২৫ হাজার দেশীয় প্রজাতির নারিকেলের চারা ও ৪ হাজার ২২৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাজিকুজ্জামান সুমন, রিপন রায়, ময়নুল হোসেন বাবু ও রাকিব।

স/এষ্