কোটালীপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে বসে ৪৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ২,৩৫০০০ হাজার টাকা ও শিল্পকলা চত্বরে বসে ১০ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা, রাধাগঞ্জ ও পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ ভূমি অফিস, বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন এর অনুষ্ঠানে যোগদানসহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১ টায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে পৌর কিচেন মার্কেটের স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এস/এ