কান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২৫ ও ২৬ জানুয়ারি ২ দিন ব্যাপি কান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

 

কান্দি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ এর

সভাপতি সন্দিপ হালদার (এফ. সি. এ) এর সভাপতিত্বে ও ননী গোপাল জয়ধর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সিদ্দিক নূর আলম, কান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক বার বার সভাপতি সুখরঞ্জন হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকারসহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।