কান্দি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধ, সমীর রায়:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে ধারাবাশাইল বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় ধারাবাশাইল বাজারে এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও ইউনিয়ন ভিত্তিক নির্বাচনি সমন্বয় কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম হাজরা।
কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কান্দি ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য সচিব মনিন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড. বিষ্ণু অধিকারী, আইন বিষয়ক সম্পাদক নুরে আলম হাজরা,উপজেলা আওয়ামী লীগের সদস্য নগেন্দ্রনাথ বাড়ৈ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তুষার মধু, কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা,
সহ-সভাপতি কামরুল ইসলাম সহ্, ধারাবাশাইল বাজার বণিক সমিতির সভাপতি সশিম কুমার রায় ( মরাই), যুবলীগ নেতা হায়দার আলী হাজরা ,কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ রায়, কোটালীপাড়া ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দারিয়া, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ৫ নং ও ৭নং কেন্দ্র কমিটির আহ্বায়ক সিদ্ধার্থ বাড়ৈ,যুগ্ম আহ্বায়ক ছালেক শেখ, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য ও ইউপি সদস্য রিপন হাওলাদারসহ কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা বিশাল একটি নৌকার মিছিল নিয়ে ধারাবাশাইল বাজারের অলি গলি ঘুরে নির্বাচনি অফিসে এসে মিছিলটি শেষ হয়।
এস/এ