কাটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, সমীর রায় : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাচারীভিটা বাজারের নতুন তাজের মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্থানীয় জনগণের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময়ে নতুন তাজের মুদি দোকান, কাজী সোহরাব হোসেনের ঔষধের ফার্মেসি, কাজী শাহজাহানের সার কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কাজী সোহরাব হোসেন বলেন, আমার ছোট ভাই শাহজাহান ও আমার ২টি দোকান পুড়ে যাওয়ায় আমাদের প্রায় ৫০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন দিয়ে আমরা ব্যবসা করে আসছি। আমাদের এই দোকান ২টি পুড়ে যাওয়ায় অর্থনৈতিক ভাবে ক্ষতির মধ্যে পড়েছি। এখন ব্যাংক লোন মওকুফ করে নতুন করে লোন না দিলে আমাদের পথে বসতে হবে।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, নতুন তাজের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে ৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নির্ণয় করে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।
এস/এ