কোটালীপাড়ায় ফলদ গাছের চারা বিতরণ
কোটালীপাড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার কতৃক কোটালীপাড়ায় ৩ হাজার ৯শত ফলদ চারা ও ১ হাজার ৩ শত পরিবারের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
গত শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১টায় উপ উপজেলা পরিষদ চত্বরে বসে এ চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিনিধি মো.শহীদ উল্লা খন্দকার কৃষকদের হাতে এসব ফলদ বৃক্ষের চারা তুলে দেন।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন কৃষি উপপ্রকল্প পরিচালক ভাসমান বেড ও মসলা গবেষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃষিবিদ আ.কাদের সরদার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি,কোটালীপাড়া পৌর মেয়র মতিউর রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা, তুষার মধু কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিনিধি মো.শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে জাতীয় মৎস্য সপ্তহ উপলক্ষে সিকির বাজার অভয় আশ্রমে মাছের পোনা ছাড়েন ও সেখানে তিনটি ফলদ গাছের চারা রোপন করেন এবং উপজেলা পরিষদ শাপলা হলরুমে মৎস্য চাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা করেন।
এস/এ