কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন জেলা প্রশাসক
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সে পরিদর্শন ও ডাক্তারদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মাহবুবুল আলম।
আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্যকমপ্লের অডিটোরিয়াম হলরুমে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা,আর এমও ইব্রাহিম মোল্লাসহ ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভা শেষে হাসপাতাল পরিদর্শন করেন এবং ভর্তি হওয়া রুগীদের খোঁজ খবর নেন।
এস/এ