কোটালীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ সমীর রায় : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই ) বিকাল ৫ টায় কোটালীপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান আঃখালেক হাওলাদার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, কোটালীপাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরো অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ মোট ১২ টি দল অংশগ্রহন করবে।
উদ্বোধনী খেলায় শুয়াগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩ গোলে পরাজিত করে পৌরসভা ফুটবল একাদশ।
এস/এ