কবি সাহিত্যিকের উর্বর ভূমি কোটালীপাড়া

কবি সাহিত্যিকের উর্বর ভূমি কোটালীপাড়া

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন,কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়স তার জীবন কাল ছিল। তার লেখনীতে ছিল ক্ষুরধার। তিনি পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় লেখা শুরু করেন।কবি সুকান্ত ভট্টাচার্য পশ্চিম বাংলায় জন্ম গ্রহন করলেও তার পত্রিক ভিটা কোটালীপাড়া উনশিয়া গ্রামে।দেখেন কন্ঠ শিল্পী ও সঙ্গীত চর্চায় ভারতের পদ্মশ্রী উপাধিতে ভূষিত তারাপদ চক্রবর্তী, প্রখ্যাত সাংবাদিক নির্মল সেনসহ আরও অনেক গুনি জনের পত্রিক নিবাস এই কোটালীপাড়া। তাই আমরা বলতে পারি কবি সাহিত্যিক সাংবাদিক এর উর্বর ভূমি এই কোটালীপাড়া।

কবি সুকান্ত মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, নব-নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ তাজ, সদস্য জাহাঙ্গীর হোসেন খান,কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১মার্চ) কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথভাবে ৫ দিন ব্যাপি আয়োজন করে সুকান্ত মেলা।গত রবিবার ছিল মেলার শেষ দিন।

এস/এ