কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন মতিয়ার

কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন মতিয়ার

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধ, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান হাজরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল (১৯ ফেব্রুয়ারী) একমাত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান হাজরা মনোনয়নপত্র জমা দেন।ওই পদে অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি।নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনের পর বিধি মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য,তিনি পৌরসভার মদনপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী আব্দুল লতিফ হাজরার জ্যেষ্ঠ পুত্র মতিয়ার রহমান হাজরা।তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই প্রথম তিনি  পৌরসভার মেয়র পদে দলিয় মনোনয়ন চান এবং প্রধানমন্ত্রী তার উপর আস্থা রাখেন।

এস/ এ