কোটালীপাড়ায় রক্তের সন্ধানী ব্লাড ব্যাংকের আহ্বায়ক কমিটি গঠন

কোটালীপাড়ায় রক্তের সন্ধানী ব্লাড ব্যাংকের আহ্বায়ক কমিটি গঠন

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রক্তের সন্ধানী ব্লাড ব্যাংক (RSBB)সংগঠনের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার কোটালীপাড়া পৌরসভা মার্কেটে চায়ের পেয়ালায় বসে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি আশরাফুল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক নাঈম মোল্লা, এছাড়া প্রতিষ্ঠাতা পরিচালক এন এ তামিম ও আসাদুল ইসলাম সাজিদ, সহ-সভাপতি অজিত দাস, সাংগঠনিক সম্পাদক রনি শিকদার, দপ্তর সম্পাদক প্রিন্স বাড়ৈ, প্রচার সম্পাদক টিপু তালুকদার, রক্ত বিষয়ক সম্পাদক ছফোয়ান তালুকদার, আই সি টি বিষয়ক সম্পাদক রিয়ান মোল্লা।

প্রতিষ্ঠাতা পরিচালক এন এ তামিম বলেন, যদি হই রক্তদাতা জয় করব মানবতা এই স্লোগানকে সামনে রেখে আমরা এই সংগঠনটি করেছি। এখন আমরা ১০ সদস্য বিশিষ্ট কমিটি করেছি। কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেব।এখানে প্রত্যেকটি ছেলে সংগঠনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় কাজ করে যাব। আজ থেকে আমরা একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে যাবো। অনুরোধ করবো সবাই যেন এই ক্যান্সার রোগেটিকে বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দেয়।

এস/এ