কোভেক্স থেকে ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজারের টিকার চালান আসছে সোমবার

কোভেক্স থেকে ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজারের টিকার চালান আসছে সোমবার

নিজস্ব প্রতিবেদক: রোববার স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বাংলাদেশ সময় কখন এসে পৌঁছাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সোমবার বিশেষ একটি ফ্লাইটে এসে পৌঁছাবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে টিকার চালানটি অধিদপ্তরের পক্ষ থেকে গ্রহণ করবেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এই টিকা কারা পাবেন, সংরক্ষন ব্যবস্থ্যা কি হবে এসব বিষয় ভ্যাকসিন কমিটি নির্ধারণ করবে।

ফাইজার ভ্যাকসিনের বর্তমান সংস্করণ মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কোম্পানিটির সিইও আলবার্ট বৌরলা জানান, ভ্যাকসিনের নতুন একটি সংস্করণ আনা হচ্ছে, যা সাধারণ ফ্রিজারেও রাখা যাবে। ফাইজারের টিকা ১২ এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে। এই জোটের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। এস/এ