আরপিএল প্রথম আসরের চ্যাম্পিয়াণ বাড্ডা নির্মাণ একাডেমি
রাহুল রাজ : রয়েল প্রিমিয়ার লিগ (আরপিএল) এর প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছেন বাড্ডা নির্মাণ একাডেমি ।
শনিবার, ২৬ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখান আশিয়ান সিটি এস আলম মাঠে বোলিং দাপটে ইনটেন্স ক্রিকেট একাডেমিকে ৪২ রানে হারিছে বাড্ডা নির্মাণ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অল-আউট হয়ে যায় বাড্ডার দলটি। পরে কোচ কাসেম এর আত্মবিশ্বাসে স্বল্প রান নিয়ে লড়ায়ের মানসিকতায় মাঠে নামে বাড্ডা নির্মাণ।
১২৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাড্ডা নির্মাণের বোলিং তোপে পড়ে টুর্নামেন্ট জুড়ে দাপট দেখানো ইনটেন্স।
কে কার আগে সাজ ঘরে ফিরবে সেই প্রতিযোগীতায় মেতেছিলো তারকা সমৃদ্ধ দলটি। বলের সঙ্গে রান তোলার পাল্লায় পিছিয়ে পড়লে চাপে পড়ে যায় কল্যানপুরের দলটি। ফাইনালের চাপের সঙ্গে ধারাবাহিক উইকেট পতনের ফলে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় পুরো দল। ফাইনালে বাড্ডার পক্ষে সাদমান সর্বোচ্চ ৪৫ রান করেন।
ম্যাচ সেরা হন তসলিম উদ্দিন। গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর পি এলে অংশগ্রহন করেন বাড্ডা নির্মাণ একাডেমি, ক্রিকেট হকার্স, ধানমন্ডি ব্লুজ ক্রিকেট টিম, ইনটেন্স ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট, রয়েল রেঞ্জার’স, ঢাকা টাইগার্স এবং ওল্ড ভেনমস।
আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহন।
আগামী ডিসেম্বরে আরপিএল এর দ্বিতীয় আসর শুরু হবার কথা রয়েছে।
স/এষ্