আরপিএলের ফাইনালে বাড্ডা নির্মাণ এর প্রতিপক্ষ ইনটেন্স ক্রিকেট একাডেমি
রাহুল রাজ : রয়েল প্রিমিয়ার লিগে (আর পি এল) টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে শক্তিশালী টেলেন্ট হান্টকে ২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাড্ডা নির্মাণ একাডেমি।
রাজধানীর দক্ষিণখান আশিয়ান সিটির এস আলম মাঠে বৃহস্পতিবার (২৪ ফেব্রুযারি) দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাড্ডা নির্মাণ একাডেমি। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় টেলেন্ট হান্ট। এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে ইনটেন্স ক্রিকেট একাডেমি ৩২ রানে রয়েল রেঞ্জার’সকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁচ্ছে যায়।
গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর পি এলে অংশগ্রহন করছে বাড্ডা নির্মাণ একাডেমি, ক্রিকেট হকার্স, ধানমন্ডি ব্লুজ ক্রিকেট টিম, ইনটেন্স ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট, রয়েল রেঞ্জার’স, ঢাকা টাইগার্স এবং ওল্ড ভেনমস।
আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহন।
টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে জাতীয় দল ও প্রথম শ্রেণীর প্রতিনিধিত্ব করা ইলিয়াস সানী, আল-আমিন হোসেন, রিপন মন্ডল (অনুর্ধ ১৯), আকাশ, তুষার, শাকের, তালুকদার মুন, সাগরদের মত ক্রিকেটারদের খেলা উপভোগ করছেন মাঠে আসা দর্শকেরা।
আমেরিকার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট রয়েল প্রিমিয়ার লিগে (আর পি এল) প্রথমবারের মত বাংলাদেশে এবছর আয়োজিত হচ্ছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বিকালে ফাইনালের মধ্য দিয়ে প্রায় দুই লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের পর্দা নামবে।